Kalyan Banerjee: সেনা-বিএসএফকে সম্মান জানাতে গিয়ে বেফাঁস কল্যাণ
ABP Ananda LIVE: সংসদে তৃণমূল সাংসদের মুখে 'আজাদ কাশ্মীর'! কল্যাণের মুখে পাক অধিকৃত কাশ্মীর হল 'আজাদ কাশ্মীর'! সেনা-বিএসএফকে সম্মান জানাতে গিয়ে বেফাঁস কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের আলোচনার দিনই জমমু-কাশ্মীরের হারওয়ানে অপারেশন মহাদেব। সেনার গুলিতে পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গির মৃত্যু। আর এমনই এক দিনে, পহেলগাঁও হামলার জন্য বড় প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। BSF-CISF ওইদিন কী করছিল ? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এই গাফিলতির দায় নিতে হবে বলে, ক্ষমা চাইতে বললেন তিনি।
সংসদে অপারেশন সিঁদুর চর্চার দিনই সেনার গুলিতে খতম ২ জঙ্গি
সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনই সেনার গুলিতে মৃত্যু পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি, বলছে সূত্র। ভারতীয় সেনার গুলিতে মৃত্যু পহেলগাঁওয়ে হামলাকারী সুলেমান ও ইয়াসির। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার মধ্যেই 'অপারেশন মহাদেব। জম্মু-কাশ্মীরের হারওয়ানে সেনার গুলিতে নিহত ৩ জঙ্গি। নিহত ৩ জনের মধ্যে ২ জন পহেলগাঁওয়ে হামলাকারী। নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি সুলেমান ও ইয়াসির। উদ্ধার AK-47, আমেরিকার তৈরি কার্বাইন, ১৭ রাইফেল গ্রেনেড। এখনও অধরা পহেলগাঁওয়ে হামলাকারী চতুর্থ জঙ্গি মুসা।



















