এক্সপ্লোর
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়ির সামনে করণি সেনার বিক্ষোভ, পোড়ানো হল কুশপুতুল
আরও চরমে শিবসেনা-কঙ্গনা সংঘাত। কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন্মুম্বই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ। এদিন বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন্মুম্বই পুরসভা। গতকাল পুরসভার তরফে নোটিস দেওয়া হলেও, ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। নোটিস পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে ট্যুইটারে কটাক্ষ করেন কঙ্গনা। এরপরই আজ সকালে নোটিস দেওয়ার পর মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভেঙে দেওয়া হয়। প্রতিবাদে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। তাঁর দাবি, কোনও বেআইনি নির্মাণ হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছিলেন কঙ্গনার আইনজীবী। এই পরিস্থিতিতে মুম্বই পৌঁছলেন কঙ্গনা। বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য মুম্বই বিমানবন্দরে সামনে আরপিআই-এর সমর্থকরা জড় হলে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। বিক্ষোভ পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে ওঠো বিমানবন্দর এলাকা। এদিকে এই প্রেক্ষিতে সঞ্জয় রাউতের বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় করণি সেনা।
খবর
তাইল্যান্ডে গ্রেফতার, অবশেষে দেশে ফেরানো হল সৌরভ ও গৌরবকে
রাজীব কুমার সাদা পোশাকে হয় ১০ লাখে গিয়েছিলেন না হয় ডিউটি করতে গিয়েছিলেন: নজরুল
'খেলার মাঠে গেরুয়া পতাকা নিয়ে ঢোকার কী কারণ ছিল?' প্রশ্ন বৈশ্বানরের
'১০ লাখ টাকার সেলফি যদি হয় তার ট্যাক্স কত ? ট্যাক্স কি জমা পড়েছে?' প্রশ্ন সজলের
কেন ১৬ জন SP, ASP থাকার পরেও একটা সুষ্ঠ ম্যানেজমেন্ট করতে পারল না?:বিশ্বনাথ
আরও দেখুন


















