Operation Sindoor: ইসলামাবাদে বাড়ি থেকে বেরোতে নিষেধ, মাইকে প্রচার পাক প্রশাসনের
ABP Ananda Live: ইসলামাবাদে বাড়ি থেকে বেরোতে নিষেধ। মাইকে প্রচার পাক প্রশাসনের। পহেলগাঁও হত্যার প্রত্যাঘাত ভারতের। কেন্দ্রের ডাকে আজ সর্বদল বৈঠক।
অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
ভারতের হামলায় ইতিমধ্যেই দিশাহারা পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, উরি, আখনুর এলাকায় আর্টিলারি গান থেকে টানা গুলিবর্ষণ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। এই নিয়ে টানা দু’ সপ্তাহ ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। শিয়ালকোট-ছাম্ব সেক্টর লাগোয়া এলাকার সমস্ত গ্রাম খালি করা হয়েছে। এলাকার সমস্ত সেনা চৌকি, পুলিশ স্টেশন ও হাসপাতালকে সতর্ক করা হয়েছে। পহেলগাঁও, আখনুর, পুঞ্চ সেক্টরেও জারি রয়েছে সতর্কতা। পহেলগাঁওয়ে প্রত্যাঘাতের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও জারি রেখেছে সেনা।


















