Kashmir Attack: পহেলগাঁওয়ে গণহত্যা, পাল্টা অ্যাকশনে ভারত, প্রস্তুত ৩ বাহিনী
ABP Ananda Live: পহেলগাঁওয়ে গণহত্যা, পাল্টা অ্যাকশনে ভারত, প্রস্তুত ৩ বাহিনী। প্রত্যাঘাতে তিন বাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর। সুরাতে পৌঁছল 'আইএনএস সুরাত' যুদ্ধজাহাজ
জানুয়ারি মাসে 'আইএনএস সুরাত' সামিল হয় ভারতীয় নৌসেনায়। আইএনএস সুরাত স্টিল গাইডেড মিসাইল বিধ্বংসী শ্রেণির চতুর্থ জাহাজ। আইএনএস সুরাতের ওজন ৭ হাজার ৪০০ টন, ১৬৪ মিটার লম্বা। আইএনএস সুরাতের গতিবেগ : ১ ঘণ্টায় ৬০ কিলোমিটার। গুজরাতের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি। ৩ মে পর্যন্ত গুজরাত উপকূলে কড়া সতর্কতা।
পহেলগাঁও গণহত্যায় গোয়েন্দাদের হাতে নতুন তথ্য। 'হামলার এক সপ্তাহ আগেই পহেলগাঁওয়ে ঢুকে পড়েছিল জঙ্গিরা। ১৫ এপ্রিল পহেলগাঁও পৌঁছে একাধিক জায়গায় রেকি জঙ্গিদের। জঙ্গিরা সবার প্রথমে রেকির জন্য় আরু উপত্য়কায় গেছিল। নিরাপত্তাবাহিনীর ক্যাম্প থাকায় হামলা চালানোর পরিকল্পনা বাতিল। একটি অ্যামিউজমেন্ট পার্কেও রেকি করে জঙ্গিরা। ভিড় কম থাকায় হামলার ছক বাতিল জঙ্গিদের। এরপর বেতাব উপত্যকায় যায় জঙ্গিরা। কড়া নিরাপত্তা থাকায় বেতাব উপত্যকাতেও হামলার ছক বাতিল', শেষ অবধি বৈসরন উপত্যকায় হামলা, গোয়েন্দাদের হাতে নতুন তথ্য।
পহেলগাঁওয়ে NIA-এর DG সদানন্দ দাতে। জঙ্গি হামলার তদন্তে ঘটনাস্থলে NIA-এর DG সদানন্দ দাতে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তে NIA। কোন পথে জঙ্গিরা এসেছিল? হামলার পর কোন পথে পালিয়েছে জঙ্গিরা ? আর কোথাও হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের?

















