Rajnath Singh On Kashmir Attack: যে কোনও মুহূর্তে পাকিস্তানকে প্রত্যাঘাত, ফের হুঙ্কার রাজনাথের
ABP Ananda Live: যে কোনও মুহূর্তে পাকিস্তানকে প্রত্যাঘাত। ফের হুঙ্কার রাজনাথের। দেশের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হবে। দেশবাসী যা চাইছেন, সেটাই হবে: রাজনাথ।
সামশেরগঞ্জে নিহতদের পরিবারকে পুলিশি হেনস্থার অভিযোগ
সামশেরগঞ্জে নিহতদের পরিবারকে পুলিশি হেনস্থার অভিযোগ। সামশেরগঞ্জ থেকে সল্টলেকে এসে রয়েছে নিহত বাবা-ছেলের পরিবার। সল্টলেকে বি জে ব্লকের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন পরিবারের সদস্যরা। সল্টলেকে আসার পরই সামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের পরিবারেরই আরেক সদস্যের। অপহরণের অভিযোগের তদন্ত সল্টলেকের বাড়িতে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতাদের। পরে সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ি গিয়ে ওঠে নিহতদের পরিবার।
থমথমে উপত্যকা, ভূস্বর্গের একাধিক জায়গায় চলছে সেনা টহল
থমথমে উপত্যকা। ভূস্বর্গের একাধিক জায়গায় সেনা টহল। শুনশান গুলমার্গ। হাতে গোনা পর্যটক গুলমার্গে আসলেও খুব কম। চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি।

















