ABP Ananda LIVE : POK-তে আরও ৪২টি জঙ্গি লঞ্চপ্যাডের হদিশ, কী বললেন প্রাক্তন সেনাকর্তা?
ABP Ananda LIVE : পাক অধিকৃত কাশ্মীরে আরও ৪২টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল এই প্রসঙ্গে জানান , ' ভারতীয় নিরাপত্তারক্ষ বাহিনী এখন অনেক সক্রিয়, যে কোনও পরিস্থিতিতে রুখে দাঁড়াতে প্রস্তুত' পাক সেনা চৌকির কাছে থাকা লঞ্চ প্যাডে লুকিয়ে শতাধিক জঙ্গি, খবর সূত্রের। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত জোগাচ্ছে পাকিস্তান! টানা ৯ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । গুলি চালানোর আড়ালে জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দিচ্ছে পাক সেনা?পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকির কাছেই এবার তৈরি লঞ্চ প্যাড। দক্ষিণ পিরপঞ্জলে উরি, বারামুলা, কেরান, কুপওয়াড়া সেক্টরের কাছে তৈরি ৩২টি জঙ্গি ঘাঁটি, খবর সূত্রের। উত্তর পিরপঞ্জলেও তৈরি করা হয়েছে জঙ্গি ঘাঁটি, খবর সূত্রের। পুঞ্চ-রাজৌরি, হামিরপুর, নৌসেরা, আখনুর সেক্টর তৈরি করা হয়েছে ১০টি জঙ্গি ঘাঁটি। এই লঞ্চ প্যাডে একসঙ্গে ১১০-১৩০ জন জঙ্গিকে রাখা হয়, খবর সূত্রের। ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই লঞ্চ প্যাডগুলি গুঁড়িয়ে দিয়েছিল সেনাবাহিনীর প্যারা SF কমান্ডোরা।


















