Kashmir News: পাঞ্জাবের টোল প্লাজাগুলোয় ফোন ISI এজেন্টদের । নতুন করে কোনও হামলার ছক পাকিস্তানের ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোন পথে প্রত্যাঘাত করতে পারে ভারত, তা বুঝতে না পেরেই কি তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা ISI? নাকি নতুন করে কোনও হামলার ছক কষছে পাকিস্তান? প্রশ্নগুলোকে জোরালো হচ্ছে একটি অডিও টেপে। সূত্রের খবর, ভারতীয় ফোন নম্বর ব্য়বহার করে, ভারতীয় সেনা অফিসার পরিচয় দিয়ে, পাঞ্জাবের একাধিক টোল প্লাজাগুলোয় ফোন করছে ISI এজেন্টরা। সেনার গতিবিধি, কোন এলাকায় রয়েছে, সেনাবাহিনীর গাড়ি কোন পথ দিয়ে যাচ্ছে, সূত্রের খবর, ফোনে এই সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। পাশাপাশি, সাইবার আক্রমণেরও চেষ্টা চালাচ্ছে পাকিস্তান! সূত্রের খবর, পাকিস্তানের হ্য়াকার বাহিনীর প্রথম টার্গেট ছিল ন্যাশনাল নেটওয়ার্ক। সেখানে দাঁত ফোটাতে না পেরে, সাধারণের জন্য খোলা জনকল্যাণ ও শিক্ষামূলক ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা করা হয়। সূত্রের খবর, এই সাইবার হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানের 'IOK হ্যাকার' নামে সংগঠন। কিন্তু সঙ্গে সঙ্গে এই অপচেষ্টা রুখে দেওয়া হয়
আরও খবর...
বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের । শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পুলিশ সূত্রের খবর ১৩ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর ১ জন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে। প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা, জানিয়েছেন নগরপাল।
মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত।
ঢোকা-বেরনোর একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন। সম্ভবত অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও ইমার্জেন্সি এগজিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি।


















