Kashmir News : নিশ্চুপ কাশ্মীর, হামলার আতঙ্কে পর্যটকের দেখা মিলছে না গুলমার্গে
ABP Aanda LIVE : পহেলগাঁও হামালার ১৩ দিন পার। জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি। প্রতি ১ কিলোমিটার অন্তর মোতায়েন বাহিনী। পর্যটকশূন্য গুলমার্গ।
Pakistani Citizen Arrest: ৪৫ বছর ধরে এরাজ্যেই বাস, চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক
চন্দননগরে গ্রেফতার পাক নাগরিক। ধৃত ফতেমা বিবি ৪৫ বছর ধরে চন্দননগরে থাকেন। ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। তারপর আর ফেরেননি। পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন।
রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন। গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠিরমাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। চন্দননগরে গ্রেফতার পাকিস্তানী নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে ১৯৮০ সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাঁদের দুই মেয়ে। মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই।


















