kashmir news : পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু হত্য়া, ১২ দিন পরও অধরা জঙ্গিরা
kashmir news : পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু হত্য়া, ১২ দিন পরও অধরা জঙ্গিরা। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু হত্যা, ১২ দিন পরেও অধরা জঙ্গিরা। কাশ্মীরেই লুকিয়ে পাক জঙ্গি মুসা ও তার সঙ্গীরা, খবর সূত্রের। উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি।১২ দিনেও অধরা আততায়ীরা। আশঙ্কা করা হচ্ছে এই জঙ্গিরা পহেলগাঁওয়ের সুবিস্তীর্ণ উপত্যকার মাঝেই আত্মগোপন করে আছে। এই জঙ্গিরা রসদ কোথা থেকে পাচ্ছে তা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। NIA-র তরফ থেকে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে ড্রোন উড়িয়ে । পহেলগাঁওয়ে এই হত্য়াকাণ্ডকে ঘিরে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীনগর থেকে শুরু করে বারামুলাসহ একাধিক জায়গায় নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে । মোতায়েন করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং CRPF । কাশ্মীরে লাগাতার চলছে সেনা ও পুলিশি টহলদারি।


















