Kashmir News: ২২ তারিখে হামলার পর ক্রমশই কমছে ডাল লেকে পর্যটকের সংখ্যা, কী বলছেন শিকারার চালক?
ABP Ananda Live: জঙ্গি হামলার পর কাশ্মীরে কার্যত মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যবসা। ইতিমধ্যেই ৪৮টি ট্যুরিস্ট স্পটে পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বেশিরভাগ পর্যটকই উপত্যাকা ছেড়েছেন। শুনসান ডাললেক। ২২ তারিখে হামলার পর ক্রমশই কমছে ডাল লেকে পর্যটকের সংখ্যা, কী বলছেন শিকারার চালক?
অগ্নিকাণ্ডে বড়বাজারের হোটেলে মৃত্যুমিছিল, আটক ম্যানেজার; এখনও বেপাত্তা মালিক
ঋতুরাজ হোটেলের একতলায় রয়েছে দোকান এবং গোডাউন। উপরের অংশে হোটেল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ হোটেলের ১ তলার রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর, গোটা হোটেলে ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ভোররাত পর্যন্ত চলে সার্চ অপারেশন। অগ্নিকাণ্ডের পরেই উধাও হোটেল মালিক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে FIR। তবে আটক করা হয়েছে হোটেল ম্যানেজারকে।
আগুনের জেরে এখনও পর্যন্ত দুই শিশু, এক মহিলা-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে। হোটেল থেকে অনেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় RG কর, NRS ও কলকাতা মেডিক্যাল কলেজে। ২ জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের মধ্য়ে অনেকেই ভিনরাজ্যের বাসিন্দা। প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে নামতে গিয়ে মৃত্যু হয় একজনের। কেউ কেউ ছাদের কার্নিস থেকে পড়ে যান। অন্ধকারে অনেকে সিঁড়ি দিয়ে নীচে নামার চেষ্টা করেছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। হোটেলের ঘরে, শৌচাগারে,করিডরে এবং সিঁড়িতে দেহ মেলে।


















