Kashmir News: পহেলগাঁওকাণ্ডের পর জম্মু-কাশ্মীরের পর্যটনস্থল ও ধর্মীয় স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ABP Ananda Live: পহেলগাঁওকাণ্ডের পর জম্মু-কাশ্মীরের পর্যটনস্থল ও ধর্মীয় স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শ্রীনগরে দুর্গানাগ মন্দিরের বাইরে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।
ভারতের ক্ষোভ আঁচ করে "উপযুক্ত" সময়ে রাষ্ট্রসংঘে বৈঠক চাওয়ার কথা ভাবছে পাকিস্তান !
ভারতের ক্ষোভ আঁচ করতে পেরে কার্যত আতঙ্কিত পাকিস্তান। সে দেশের একাধিক নেতা-মন্ত্রী তর্জন-গর্জন করলেও, ভারতের প্রত্যাঘাতে যে তাদের ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেকথা বিলক্ষণ বুঝেই এবার বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপনের ইঙ্গিত দিয়ে রাখল তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তান বলল, যখন "উপযুক্ত" সময় বোঝা হবে তখন বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তুলে মিটিং ডাকার "অধিকার" আছে। রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঘটনা জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষাপটে।" ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করার পরিকল্পনা করছে কি না, এই প্রশ্নের জবাবে আহমেদ এই কথা বলেন। প্রসঙ্গত, পাকিস্তান বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ।


















