Kashmir news : প্রত্যাঘাত ভারতের। লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা
ABP Ananda LIVE : পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। ২দিনে ধূলিসাৎ ৬ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের। উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ । দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি । কুপওয়ারায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি । এ নিয়ে লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।
Suvendu Adhikari: রাজ্য সরকারের আর্থিক সাহায্যের প্রস্তাব ফেরালেও শুভেন্দুর চেক নিল মুর্শিদাবাদের হরগোবিন্দের পরিবার
রাজ্য সরকারের আর্থিক সাহায্যের প্রস্তাব ফেরালেও, বিরোধী দলনেতার দেওয়া ১০ লক্ষ ১ হাজার টাকার চেক নিল মুর্শিদাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। জাফরাবাদের বাড়িতে গিয়ে আক্রান্ত পরিবারের হাতে চেক তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে ব্রাত্য বলে কটাক্ষ করলেন শুভেনদু অধিকারী। কয়েকদিন বাদেই দেখবেন কে নিচ্ছে আর নিচ্ছে না, বলে পাল্টা খোঁচা দিলেন কুণাল ঘোষ। শুধু হিনদুদের টাকা দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছেন বলে শুভেনদু অধিকারীকে নিশানা করলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদে নিজে গিয়ে ১০ লক্ষ টাকা সাহায্য তুলে দেবেন, ফের বললেন মুখ্যমন্ত্রী।

















