Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার
ABP Ananda Live: সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাকশনে ভারত। জঙ্গিদের সেফ প্যাসেজ করতে চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখায় লাগাতার গুলি পাকিস্তানের। পাল্টা জবাব ভারতীয় সেনার। জঙ্গি হামলার পর থমথমে পহেলগাঁও। বদলে গেছে চেনা ছবি। স্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি। নেই পর্যটক। জাতীয় পতাকা ও কালো পতাকা নিয়ে পহেলগাঁওয়ে মিছিল। পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে দেশ। ইতিমধ্যে অ্যাকশনে নেমে পড়েছে সেনা। উপত্যকায় চলছে অভিযান। তার মধ্যেই শক্তিপ্রদর্শনের নতুন ভিডিও পোস্ট ভারতীয় সেনার। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। বিস্ফোরণে উড়ছে একের পর এক জঙ্গির বাড়ি। উপত্যকায় ২দিনে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ । দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি । কুপওয়ারায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি । এ নিয়ে লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। ২দিনে ধূলিসাৎ ৬ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ে হিন্দু নিধন, কলকাতায় তদন্তে NIA । পহেলগাঁও হামলায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে NIA। বেহালায় মৃতের বাড়িতে NIA-র ৩ সদস্যের দল। নিহত সমীর গুহর পরিবারের সদস্যের বয়ান রেকর্ড।

















