Kashmir News Update: রাজস্থানে মহড়া ভারতীয় সেনার | থর মরুভূমির বুকে একের পর এক সেনা ট্য়াঙ্ক
ABP Ananda LIVE: দেশজুড়ে জোরালো হচ্ছে বদলার দাবি। কল্পনাতীত সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরইমধ্য়ে, রাজস্থানের মরুভূমিতে মহড়া করল ভারতীয় সেনা। থর মরুভূমির বুকে একের পর এক সেনা ট্য়াঙ্ক। ক্রমাগত গোলাবর্ষণ। আকাশে পাক খাচ্ছে হেলিকপ্টার। নেমে আসছে প্য়ারা কমান্ডো। সপ্তশক্তির গর্জনে যেন কেঁপে উঠবে পাকিস্তান। এরইমধ্য়ে শুক্রবার কাশ্মীরে পৌঁছন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কথা বলেন সেনা ও পুলিশ অফিসারদের সঙ্গে। বৈঠক করেন ডিজিপি ও জম্মু-কাশ্মীরের লেফটেন্য়ান্ট গর্ভনরের সঙ্গে।
আরও খবর...
এই আবহেই এবার চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বার্তা দেন, 'চাকরি বাতিলের রায়ের রিভিউ পিটিশন করা হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা। চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা।' নবান্নের বৈঠকে চাকরিহারাদের বৈঠকে ফোনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘যতক্ষণ না আইনত কোনও ব্যবস্থা হচ্ছে, গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের কোনও সুরাহা হচ্ছে, ততদিন গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার, গ্ৰুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সোশ্যাল সিকিউরিটি স্কিম মারফত এই টাকা দেওয়া হবে। আমরা কোনও ভাগাভাগি করছি না। কারণ, আমরা কোর্টের রায় মেনেই কাজ করব।’


















