Kedarnath Weather: খারাপ আবহাওয়ায় বেসামাল কপ্টার! কেদারনাথে কোনওক্রমে রক্ষা তীর্থযাত্রীদের। ABP Ananda Live
কেদারনাথে (Kedarnath Weather) বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। খারাপ আবহাওয়ায় (Bad Weather) বেসামাল হেলিকপ্টার। ৭ যাত্রীকে নিয়ে বেসামাল কপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের আগে আকাশে ঘুরতে থাকে কপ্টার। নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে এক কিলোমিটার আগে জরুরি অবতরণ কপ্টারের ভাগ্যক্রমে বাঁচলেন হেলিকপ্টারের (Copter Crash) মধ্যে থাকা তীর্থযাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই আবহাওয়া মন্দ। খারাপ আবহাওয়ায় বেসামাল হয়ে পড়ে যাত্রীবাহী হেলিকপ্টারটি। ৭ যাত্রীকে নিয়ে বেসামাল হয়ে কপ্টারটি জরুরি অবতরণ করান পাইলট। সেটাও সহজ ছিল না।
নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের আগে মাটির কাছাকাছি ঘুরতে থাকে কপ্টার। এই সময় জরুরি অবতরণ খুব কঠিন হয়ে পড়ে। তখন পাইলট অসম্ভব দক্ষতার সঙ্গে নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে এক কিলোমিটার আগে জরুরি অবতরণ করান। ভাগ্যক্রমে বাঁচেন হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীরা।