Abuse in Social Media: সোশাল মিডিয়ায় বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার, থানায় অভিযোগ অভিনেত্রীর
সোশ্যাল মিডিয়ায় লাগাতার কুরুচিকর পোস্ট। লালবাজারের দ্বারস্থ বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। মর্মাহত অভিনেত্রী এঘটনায় কড়া শাস্তির দাবি তুলেছেন।
অভিনেত্রীর অভিযোগে মামলা রুজু করল লালবাজার। সাইবার থানায় রুজু হয়েছে মামলা। সোশাল মিডিয়ায় লাগাতার তাঁর বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য পোস্ট। তথ্য় প্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারায় মামলা দায়ের। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগেও মামলা রুজু।
শিলিগুড়িতে প্রতারণার জাল ফেঁদেছিলেন দেবাঞ্জন দেব (Debanjan Deb)। এবার সামনে এল ভুয়ো আইএএস (IAS) দেবাঞ্জন দেবের উত্তরবঙ্গ যোগ। শিলিগুড়ির বাসিন্দা সৌভিক মজুমদারের দাবি, ২০১৭ ডিসেম্বরে কলকাতার একটি অনুষ্ঠানে দেবাঞ্জনের সঙ্গে তাঁর আলাপ হয়। নিজেকে আইএএস পরিচয় দিয়ে শিলিগুড়িতে এসছিলেন দেবাঞ্জন। সৌভিককে দু'টি গান লিখে দেওয়ার প্রস্তাবও দেন। নিয়ে যান কালিপঙের একটি ট্যুরিস্ট লজে। অভিযোগ, সেখানেই চা বাগানের সমস্যা নিয়ে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ করা এবং তার দায়িত্ব সৌভিককে দেওয়া হবে দেবাঞ্জন আশ্বাস দেন। এই সম্পর্কের সূত্র ধরেই ২০১৮-তে সৌভিকের কাছ থেকে দেবাঞ্জন ৩ লক্ষ টাকা চান। লাখ খানের টাকা শোধ হলেও বাকিটা ফেরত পাননি বলে শিলিগুড়ির ওই বাসিন্দার অভিযোগ। অভিযোগকারীর দাবি, কলকাতায় দেবাঞ্জনের মাদুরদহের বাড়িতেও তিনি। নেমপ্লেটে আইএএস লেখা দেখে দেবাঞ্জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসতেই এতদিন বাদে মুখ খুলেছেন শিলিগুড়ির ওই বাসিন্দা।