Buddhadeb Dasgupta Demise: 'সব পরিচালকের থেকে আলাদা ছিলেন বুদ্ধদেব', প্রতিক্রিয়া অপর্ণা সেনের
প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। বাংলা সিনেমার এক সোনালি অধ্যায়ের অবসান। দূরত্ব, গৃহযুদ্ধ, ফেরা, নিম, অন্নপূর্ণা, বাঘ বাহাদুর, তাহাদের কথা, চরাচর তাঁর উল্লেখযোগ্য ছবি। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ভুগছিলেন কিডনির অসুখে। দীর্ঘদিন ধরে ডায়ালিসিস চলছিল। বুদ্ধদেব দাশগুপ্তর বয়স হয়েছিল ৭৭ বছর।
তাঁর মৃত্যু প্রসঙ্গে পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন বলেন, "উনি আমার খুব প্রিয় পরিচালক ছিলেন। সব পরিচালকের থেকে উনি অন্যরকম ছিলেন। তাঁর ছবিতে অদ্ভুত পরাবাস্তব থাকত। ওঁকে অসম্ভব মিস করব। মানুষটি খুব ভুগছিলেন। আমার খুব খারাপ লাগছে উনি এভাবে চলে গেলেন। এই লকডাউনের মধ্যে ওঁকে বোধহয় শেষ সম্মানটাও জানানো যাবে না। ভিতরে ভিতরে খুব খালি লাগছে।"
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)