(Source: ECI/ABP News/ABP Majha)
Covid Warriors: অসহায় মানুষের পাশে দাঁড়ানোর 'তিন ইয়ারি কথা'
ছোটবেলার বন্ধু। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। তবে এই পেশার পাশাপাশি, করোনা আবহে আজ তাঁরা মানুষের পাশে রয়েছেন। বিপদে হাত বাড়িয়ে দিতে তৈরি করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। এর মাধ্যমেই, গত কয়েক মাস ধরে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এরা। হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে, চিকিৎসকের খোঁজ দেওয়া। অক্সিজেন সিলিন্ডারের জোগান থেকে শুরু করে ওষুধ। একবার কারও সমস্যা কানে এলেই হল...সঙ্গে সঙ্গে পাশে পাওয়া যাবে দক্ষিণ কলকাতার বাসিন্দা এই তিন বন্ধুকে। শুধু করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোই নয়। করোনা আবহে যে সমস্ত মানুষের খাবার জুটছে না, তাঁদের পাশেও আছেন তিন বন্ধু।
দিঘা থেকে দার্জিলিং, জয়চন্ডী বা অযোধ্যা পাহাড়। সর্বত্রই একই ছবি। সপ্তাহান্তে দিঘায় ভিড় করেছিলেন হাজার হাজার পর্যটক! বেশিরভাগের মুখে নেই মাস্ক। দিঘার তুলনায় পর্যটকদের ভিড় কম থাকলেও, অসচতেনতার একই ছবি মন্দারমণিতেও!বাঙালির অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন দার্জিলিং। সেখানেও করোনা বিধি উপেক্ষার একই ছবি ধরা পড়েছে! দার্জিলিং, দিঘা, মুকুটমণিপুর থেকে মন্দারমণি। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই রাজ্যের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা।