Covid Updates: উলটপূরাণ! করোনা পরীক্ষার লাইনেই এনআরএসে সংক্রমণ-শঙ্কায় রোগীরা
দাউ দাউ করে জ্বলছে চিতা। মৃত্যুপুরী, বুকচাপা কান্না। আর শশ্মানের বাইরে আরও ভয়ঙ্কর এই দৃশ্য। সার দিয়েছে দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্স। দেহ নামিয়েই ছুটে যাওয়া আর একটা দেহর জন্য। এ এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতিতে বহু সচেতন নাগরিকই চিকিৎসকের পরামর্শ মতো সামান্য উপসর্গ দেখলেই ছুটে যাচ্ছেন হাসপাতলে, করোনা টেস্টের জন্য। সিংহভাগের মুখে মাস্কও থাকছে। কিন্তু চিকিৎসকরা যেখানে বারবার বলছেন নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে সেখানে এই গুরুত্বপূর্ণ দূরত্ববিধিটাই মানছেন না অনেকে। এই ছবি এনআরএস মেডিক্যাল কলেজের। হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের সামনে এইভাবে কোভিড টেস্টের লাইনে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে সবাই। প্রায় একে অপরের ঘাড়ের উপর দাঁড়িয়ে। বারণ করারও কেউ নেই।
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)