Cyber Crime: অভিনেত্রী প্রত্যুষা পালকে ফের ধর্ষণের হুমকি, এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ
বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ প্রত্যুষা পাল (Pratyusha Paul)-কে ফের ধর্ষণের হুমকির অভিযোগ। ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকির অভিযোগ অভিনেত্রীর। গতকাল সন্ধে ৭টা এবং আজ সকাল ১০টা নাগাদ ফের তাঁকে হুমকি দেওয়া হয়। শনিবার এই খবর এবিপি আনন্দে (ABP Ananda) সম্প্রচারের পরেই তৎপর হয় কলকাতা পুলিশ (Kolkata Police)। অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে গতকালই তথ্য প্রযুক্তি ধারায় মামলা রুজু হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
প্রসঙ্গত, গত একবছর ধরে এমনই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে মারাত্মক অভিযোগ তোলেন প্রত্যুষা। অভিনেত্রীর অভিযোগ, প্রায় এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে এ ধরনের মেসেজ করা হচ্ছে। তাঁর দাবি, ২০২০ সালের জুন মাসে এই নিয়ে লালবাজারে (Lalbazar) ই-মেল করে অভিযোগ জানান। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)