(Source: ECI/ABP News/ABP Majha)
Fake IAS Update: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আটক দেবাঞ্জনের সহযোগী শান্তনু মান্না
ভুয়ো ভ্যাকসিন তদন্তে এবার আটক অভিযুক্ত দেবাঞ্জনের সহযোগী শান্তনু মান্না। তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, ২৫ লক্ষ টাকা খরচ করে ১ বছর ধরে প্রতারণার জাল ছড়িয়েছিল ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব। করোনার সংক্রমণ শুরু হওয়ার পরই ছক সাজিয়ে ফেলে সে। শুরুতে পিপিই, মাস্কের ব্যবসা করবে বলে ঠিক করলেও ধীরে ধীরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে একের পর এক ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করতে থাকে। অভিযোগ, পুর অফিসার পরিচয়েই মেহতা বিল্ডিং থেকে ইঞ্জেকশন কেনে অভিযুক্ত। স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণা করা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে তৈরি করে জাল লেবেল। অভিযোগ, এখনও পর্যন্ত ২ হাজার জনকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে দেবাঞ্জন। সমস্ত ভুয়ো ক্যাম্পের নেপথ্যেই ছিল রাজনৈতিক নেতা বা তাদের ঘনিষ্ঠরা। দেবাঞ্জনের অফিস থেকে উদ্ধার হয়েছে পুরসভার জাল স্ট্যাম্প, লেটারহেড। ইতিমধ্যে নিউ মার্কেট থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে।