Fake IAS Update: আজই দেবাঞ্জনকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে ইডি
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) আজই মামলা রুজু করতে চলেছে ইডি (ED)। দিল্লির (Delhi) সদর দফতর থেকে গতকালই মিলেছে সবুজ সঙ্কেত। ইডি সূত্রে খবর, ইসিআইআর (ECIR) রুজু করে দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কেউ জামিনের আবেদন করেছেন কিনা, খতিয়ে দেখা হবে তাও। এর পাশাপাশি, কলকাতায় রেমডেসিভির ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির ক্ষেত্রেও আজই ECIR করতে চলেছে ইডি, খবর সূত্রের।
এদিকে, উত্তরবঙ্গেও (North Bengal) ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগ। বিহারের কিষাণগঞ্জ জেলা আদালতের বিচারক ও নিলাম অফিসার পরিচয় দিয়ে শিলিগুড়ির (Siliguri) তিন বাসিন্দার কাছ থেকে ৯১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিষাণগঞ্জ থেকে মূল অভিযুক্ত ও এক সহযোগীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ধৃতদের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে আনা হয়েছে।