Fake Vaccine Case: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে যোগ হল আরও ৪ ধারা, ধৃতের সংখ্যা বেড়ে হল ৬
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccine Scam) যুক্ত হল আরও চারটি ধারা। এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেবাঞ্জন-সহ ধৃত দুজনকে এদিন আদালতে তোলা হয়। তাদের ৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওষুধে ভেজাল, ভেজাল ওষুধ বিক্রি, এক ওষুধ বলে অন্য ওষুধ দেওয়া এবং সরকারি সম্পত্তি বিক্রিতে বাধা – পুলিশের আবেদনের ভিত্তিতে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে যুক্ত হল আরও চারটি ধারা। পাশাপাশি কসবার (Kasba) ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের (Debanjan Deb) খুড়তুতো দাদা কাঞ্চন দেব (Kanchan Deb) ও সহযোগী শরৎ পাত্র। এই নিয়ে দেবাঞ্জন-সহ ৬ জনকে গ্রেফতার করা হল। তদন্তকারীদের দাবি, নাকতলার বাসিন্দা কাঞ্চন ছিলেন দেবাঞ্জনের কসবার অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড। ধৃত শরৎ পাত্র তালতলার এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন। সেখানেই ইঞ্জেকশন দিতে শিখেছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্পে শরৎই ইঞ্জেকশন দিতেন। ধৃত দুজনের সঙ্গে দেবাঞ্জনকেও এদিন আদালতে তোলা হয়। ধৃতদের ৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।