Fake Vigilance Officer: দেবাঞ্জনকাণ্ডের জট কাটতে না কাটতেই এবার পুলিশের জালে ভুয়ো সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের অফিসার
দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই গ্রেফতার আরও এক ভুয়ো সরকারি আধিকারিক (Fake Government Official)। শহরের রাস্তায় নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার সময় গ্রেফতার পার্ক স্ট্রিট থানা (Park Street PS) এলাকার বাসিন্দা ওই যুবক। সরকারি আধিকারিক পরিচয়ে কোথাও তিনি প্রতারণা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেবের পর এবার গ্রেফতার ভুয়ো সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের অফিসার আসিফুল হক (Asiful Haque)। শহরে কয়েকদিনের ব্যবধানে বেআইনিভাবে নীল বাতি লাগানোর অভিযোগে ধরা পড়লেন দুজন। ঘটনাচক্রে দুজনই ভুয়ো সরকারি আধিকারিক পরিচয় দিয়েছেন। ২৬ বছরের আসিফুল গাড়িতে নীল বাতি, ভিআইপি স্টিকার, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের ফ্ল্যাগ লাগিয়ে ঘুরে বেড়াতেন। আর তা করতে গিয়েই মঙ্গলবার সন্ধেয় পুলিশের জালে ধরা পড়েন তিনি। পুলিশ সূত্রে খবর, সেক্সপিয়ার সরণিতে আসিফুলের নীল বাতি লাগানো গাড়ি আটকায় ইস্ট ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট। গাড়ি থেকে নেমে আসিফুল জানান তিনি সেন্ট্রাল ভিজিল্যান্সের অফিসার। সন্দেহ হওয়ায় বেনিয়াপুকুর থানায় খবর দেয় ট্র্যাফিক পুলিশ। ওই যুবককে প্রথমে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।