Gariahat Murder Case: এই প্রথম নয়!, বাবাকে খুনের চেষ্টার মাধ্য়মে হাত পাকানো শুরু জোড়া হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ভিকির | Bangla News
জোড়া খুনে ধৃত মা। অভিযুক্ত ছেলেকে খুঁজছে পুলিশ। এ যেন গুণধর জুটি। তবে মা, ছেলের জুটির খুন কীর্তি এই প্রথম নয়। অপরাধে হাত পাকানোর হাতেখড়িটা হয়েছিল বাড়ি থেকেই। গত বছর বাবাকে খুনের চেষ্টার অভিযোগে ভিকি, তার মা মিঠু ও ভাইকে গ্রেফতার করে পুলিশ। বাবার হাত, পা, মুখ বেঁধে ভাড়া বাড়িতে ফেলে রেখে চলে যায় ভিকি। খাটের উপর উপুর করে শুইয়ে রাখা হয়। তারপর প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা হয় হাত। মুখ, নাক, কান, চোখে আষ্টেপৃষ্ঠে সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়। তখন কার্যত দমবন্ধ করা অবস্থা। পরিস্থিতি এমন যে আওয়াজ পর্যন্ত করতে পারছিলেন সুভাষ হালদার। অভিযোগ বাবাকে মারার এই চেষ্টায় ভিকিকে সাহায্য করেছিলেন তারই মা। পরে মৃতপ্রায় অবস্থায় ভিকির বাবাকে উদ্ধার করেন প্রতিবেশীরা। ছেলে ও স্ত্রীয়ের হাত থেকে কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
