ATM Fraud: বউবাজারে এটিএম থেকে গায়েব ২৫ লক্ষ টাকা, পুলিশের নজরে ফরিদাবাদ গ্য়াং
ফের ম্যান ইন দ্য মিডল অ্যাটাক পদ্ধতিতে এটিএম লুঠ। কলকাতায় নতুন কৌশলে এটিএম প্রতারণার আরও একটি ঘটনা। এবার বউবাজার থানা এলাকায় এটিএম লুঠের অভিযোগ উঠল। তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা। পুলিশ সূত্রে খবর, ১৪ মে, সকাল সাড়ে ৭টা থেকে মাত্র তিনঘণ্টার মধ্যে গণেশচন্দ্র অ্যাভিনিউ ও সিআর অ্যাভিনিউয়ের সংযোগস্থলে বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে ২৫ লক্ষ ২০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই সময়ের মধ্যে মাস্ক ও টুপি পরে এটিএমে ঘনঘন ঢুকছে-বেরোচ্ছে কয়েকজন। পুলিশ সূত্রে খবর, এর আগে উত্তরপ্রদেশের ফরিদাবাদে এভাবেই এটিএম লুঠের ঘটনা ঘটেছে। ফরিদাবাদ-গ্যাংয়ের একজনকে কলকাতার এটিএমে দেখা গিয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, নজরে রয়েছে এটিএম রক্ষণাবেক্ষণকারী সংস্থার কর্মীরাও।গত ৫ বছরে কারা ওই কাজে যোগ দিয়েছে, কারা কাজ ছেড়ে দিয়েছে, সেইসমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।