Jyoti Basu Birthday: বামশূন্য বিধানসভায় জন্মদিনে জ্যোতি-স্মরণ
বাম-শূন্য বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর ১০৮ তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন শাসক থেকে বিরোধী সবপক্ষের বিধায়করা।
আজ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ( Sourav Ganguly Birthday)। কেক কেটে জন্মদিন পালন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সৌরভ জানিয়েছেন করোনার কারণে জন্মদিনে কোন উৎসব নয়। এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর বেহালার বাড়ির সামনে উপস্থিত হয়েছেন গুনগ্রাহীরা।
বাড়ি ভাঙা নিয়ে অশান্তি কাটোয়ার একাইঘাটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাড়ি ছাড়া করতে চাপ, এমনটা পরিবারের তরফে অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগকারীরাই সরকারি জমি দখল করে রয়েছেন। এমনটা দাবি কাটোয়া এক নম্বর সমিতির সহ সভাপতির। কোন নির্দেশে বাড়ি ভাঙা হচ্ছে জানি না, বললেন বিএলআরও। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রথম ডোজে কোভ্যাক্সিন, দ্বিতীয় ডোজ কোভিশিল্ডের। দিনহাটা মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ভ্যাকসিন গ্রহীতা মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য দিনহাটায়। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মহিলার স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে, জানালেন হাসপাতাল সুপার। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
ভ্যাকসিন গ্রহীতা মহিলার দাবি, "কোনওরকম নথি পরীক্ষা না করেই আমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে জানতে পারি আমাকে কোভ্যাক্সিনের জায়গায় কোভিশিল্ড দেওয়া হয়েছে। আমার কোনও শারীরিক সমস্যা কে দায় নেবে?"