Kalighat: বিপত্তারিণী পুজোয় কালীঘাটে ভিড়, উধাও দূরত্ব বিধি
বিপত্তারণী পুজোয় (Bipodtarini Puja) কালীঘাটে (Kalighat) ভিড় (Crowd) দেখা যাচ্ছে আজ। করোনা আবহে উধাও দূরত্ব বিধি (Corona Rules)। অনেকের মুখেই নেই মাস্ক (Mask)। সব মিলিয়ে ছবিটা যথেষ্ট উদ্বেগের। এক দর্শনার্থীর কথায়, "প্রচুর ভিড় ছিল। ভয় করছে। তবে পুজো দিতে আসতে হবে।" অন্য় আর একজন বলেন, "ভেবেছিলাম ভিড় হবে না। তবে এসে দেখছি ভিড় হয়েছে ভালই। মন্দিরে ঢোকা যাবে না। বাইরে থেকেই পুজো দেব।"
চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের (Third Wave Of Corona) আশঙ্কা। এই অবস্থায় নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল জানালেন, সংক্রমণের (Corona Infection) গতি কিছুটা কমলেও, করোনা প্রতিরোধের ক্ষেত্রে আগামী ১০০ থেকে ১২৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকি এখনও কাটেনি বলে জানিয়েছে আইসিএমআর-ও (ICMR)। এই পরিস্থিতিতে করোনা বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আইসিএমআর-এর অতিমারী বিশেষজ্ঞ সমীরণ পণ্ডা জানিয়েছেন, অগাস্টের শেষেই ভারতে চলে আসতে পারে কোভিডের থার্ড ওয়েভ । আমরা সকলেই ঝুঁকির মুখে। কারণ সারা দেশেই আঘাত হানতে পারেন কোভিডের থার্ড ওয়েভ। পশ্চিমবঙ্গে শুক্রবার থেকেই কড়াকাড়ি কিছুটা শিথিল করা হয়েছে। সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হয়েছে। দোকান, বাজারও খুলে গেছে।
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)