KMC Election 2021: বাংলায় মানুষের অধিকারে ভোট হবে, মন্তব্য ফিরহাদ হাকিমের | Bangla News
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ। রাজ্য পুলিশের ওপরেই আস্থা হাইকোর্টের। পুরভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী। নির্দেশে জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি, ভুয়ো ভোটার রুখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ১৩ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, মুখ্যসচিব, বিশেষ সচিব, ডিজি-র বৈঠক হয়েছে। যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে তাতে আমি আশ্বস্ত হয়েছি। আশা করি পুলিশ কমিশনার পর্যাপ্ত পদক্ষেপ করবেন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আনার বিজেপির আর্জি খারিজ করে জানান বিচারপতি।
এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, 'কলকাতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। কারণ, দলগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একটা নির্দেশ দিয়েছেন। বাংলায় মানুষের অধিকারে ভোট হবে। ভোটে যে রায় হবে, তা সকলে মাথা পেতে নেবে। আদালতকে ধন্যবাদ। বাংলায় মানুষের রাজত্ব চলছে, পুলিশের রাজত্ব নয়।'