Actress Rape Threat: হোয়াটসঅ্যাপে ধর্ষণের হুমকি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অভিনেত্রীর
প্রত্যুষার পরে সাইবার হামলার শিকার আরও এক অভিনেত্রী। ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ধর্ষণের হুমকি (Rape Threat)। হোয়াটসঅ্যাপে (WhatsApp) অভিনেত্রীর পুরনো ছবি পাঠিয়ে হুমকি। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের অভিনেত্রীর। 'এধরনের ঘটনা প্রচুর হয়, ফেসবুক করবেন না। ফেসবুক করতে হলে আমাদের কিছু করার নেই', থানায় অভিযোগ জানালে এমনই বলেন এক অফিসার, দাবি অভিযোগকারিণীর। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অভিনেত্রীর। তদন্ত শুরু করা হয়েছে, দাবি রিজেন্ট পার্ক থানার পুলিশ সূত্রে।
অন্যদিকে, সাতসকালে ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাই। ভোর সাড়ে ৫টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, স্কুটার আরোহী দুই দুষ্কৃতী প্রাতর্ভ্রমণকারী যুবককে কোপ মেরে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। আক্রান্ত যুবককে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। পালানোর সময় দুষ্কৃতীরা আরও এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করে বলে পুলিশ সূত্রে খবর। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে ময়দান থানার পুলিশ।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)