Kolkata Metro: সোমবার থেকে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা
বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা। আগামী সোমবার থেকে ৬২টির বদলে চলবে ৯০টি স্টাফ স্পেশাল মেট্রো। অন্যদিকে, সন্ধ্যে সাড়ে ৬টার বদলে দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে ৭টায়। এর আগেও স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা ৪০টির থেকে বাড়িয়ে ৬২টি করা হয়েছিল। যেহেতু এই মুহূর্তে স্টাফ পেশাল মেট্রোতে মেট্রোকর্মী ছাড়াও বিভিন্ন জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত বেশ কিছু পেশার মানুষ যাতায়াত করছেন। তাই ভিড়ের কারণে করোনা সংক্রমণের আশঙ্কা থেকে যায়। তাই সংক্রমণ যাতে না হয় তাই মেট্রোর সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বর্তমান সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টায় চালু হবে মেট্রো চলাচল। অফিসটাইমে কমানো হচ্ছে দুটি মেট্রোর সময়ের ব্যবধান। ১২ মিনিট থেকে কমিয়ে সময়ের ব্যবধান করা হচ্ছে ৮ মিনিট। এমনটাই খবর মেট্রো কর্তৃপক্ষ সূত্রে।
![TMC News: 'আগে কী বলেছিলাম মনে নেই, মমতাই...', অবস্থান বদল করে ডিগবাজি সৌগতর !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/deae8b940ec9ac2699115017573093781739799354923535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)