Mamata Banerjee: নবান্নে আসার পথে হাজরা রোডের টিকাকরণ কেন্দ্র পরিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের
পুরসভার টিকাকরণ কেন্দ্র ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ হাজরা রোডের একটি টিকাকরণ কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী। নবান্নে (Nabanna) আসার পথে টিকাকরণ কেন্দ্রে (Corona Vaccination Centre) যান তিনি। টিকাকরণ কেন্দ্রের কাজকর্ম ঘুরে দেখেন তিনি। এরপর ফের নবান্নের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। কালীঘাট পাওয়ার স্টেশনের উল্টোদিকে কলকাতা পুরসভার (KMC) একটি টিকাকরণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি। সেখানে গিয়ে টিকার কোনও সমস্যা হচ্ছে কি না, পর্যাপ্ত টিকা পাওয়া যাচ্ছে কি না ইত্যাদি খবর নেন তিনি। মুখ্যমন্ত্রী করোনার তৃতীয় ঢেউ (Third Wave of Corona) নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ফলে যথাসম্ভব টিকাকরণের বিষয়েই জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)