Newtown Encounter: ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার পাকিস্তানের করাচির ঠিকানা লেখা প্লাস্টিকের ব্যাগ!
নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের বি ব্লকের ২০১ নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করেছে এসটিএফ (STF)। নিহত গ্যাংস্টার জয়পালদের আসবাবের সঙ্গে বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে, যাতে পাকিস্তানের করাচির ঠিকানা রয়েছে! এর পাশাপাশি ঘর থেকে উদ্ধার হয়েছে ৬টি মোবাইল ফোন ও বেশ কিছু সিম কার্ড। সেগুলি কাদের নামে আছে, কোনও অপরাধে তা ব্যবহার করা হয়েছে কি না, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।
ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, জয়পাল ও তার গ্যাং আন্তর্জাতিক মাদক চোরা চালান চক্রের সঙ্গে জড়িত ছিল। পাকিস্তান সীমান্তে যে সব গ্যাং মাদক চোরা চালান নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে অন্যতম জয়পাল-যশপ্রীতের গ্যাং। পাকিস্তান থেকে মাদক এনে চোরাপথে তারা ভারতে ছড়িয়ে দিত।


















