Online Fraud: KYC আপডেটের নামে ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব ৯১ হাজার টাকা!
বড়ছেলের মৃত্যুশোক সহ্য করতে হয়েছে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে। সাত বছরের নাতি ও পুত্রবধূর ভরণপোষণের দায়িত্ব তাঁর কাঁধে। পেনশন থেকে তিলতিল করে টাকা জমিয়েছিলেন নাতিকে নতুন স্কুলে ভর্তি করবেন বলে। কিন্তু সেই টাকাও প্রতারকদের খপ্পরে পরে গায়েব। অসহায় বৃদ্ধ ভেবেই পাচ্ছেন না এবার টাকার জোগান হবে কীভাবে। পর্ণশ্রী থানা এলাকার অরবিন্দ পল্লির বাসিন্দা শুভেন্দুশেখর সরকার। বেহালা (Behala) স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের দাবি, নাতিকে স্কুলে ভর্তি করবেন বলে ৯১ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন ব্যাঙ্কে। ২ দিন আগে তাঁকে একজন ফোন করে কেওয়াইসি আপডেট (KYC Update) করতে বলে। একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তাঁর দাবি, অ্যাপ ডাউনলোড করার পর দু’ঘণ্টা ধরে তাঁকে নানা কথায় ব্যস্ত রাখে প্রতারকরা। সেই ফাঁকে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ৯১ হাজার টাকা।
![Saif Ali Khan : সেফের ওপর হামলার পর এবার বলিউডের ৪ তারকাকে হামলার হুমকি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/23/aacc28cf846f5c9778131262c6bdd3361737656969946535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)