(Source: ECI/ABP News/ABP Majha)
Pankaj Dutta: "আমলাদের মনোবল তলানিতে চলে যাচ্ছে", পূর্ব মেদিনীপুরের এসপিকে মুখ্যমন্ত্রীর ভর্ত্সনা প্রসঙ্গে মন্তব্য পঙ্কজ দত্তর |Bangla News
প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্সনা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। ‘এসপি কোথায়? লুকিয়ে আছে? তোমার জেলা নিয়ে অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে পরিকল্পিতভাবে হিংসা বাঁধানোর চেষ্টা হচ্ছে। অনেকদিন বলেছি, কিছু করোনি, আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে। কাজ করতে ভয় লাগছে? তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? রাজ্যপাল কি ফোন করে বলছেন এটা করবে না, ওটা করবে না? এরকম করালেও তুমি বলবে না, তুমি কিন্তু রাজ্য সরকারের। তুমি তোমার মতো কাজ করবে, ভাল কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম। হলদিয়ায় অভিযোগ পেলাম, বাধ্য হয়ে ২জনকে গ্রেফতার করে সরাতে হয়েছে। ওরা এক্সাইড, ধানুকা ইন্ডাস্ট্রির কাজে অসুবিধে করছিল। কাজ করতে অসুবিধে মনে হলে আমাকে সরাসরি জানাও। কেউ বলে দেবে, এটা করবে না, ওটা করবে না, সেটা শুনবে না।' প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্সনা মুখ্যমন্ত্রীর।
এই বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta) বলেন, 'মাননীয়ার সম্মান রেখেই বলছি, উনি যেভাবে এসপিকে বলেছেন তা মানা যায় না। উনি বুঝতে পারছেন না, ওঁর আমলাদের মনোবল তলানিতে চলে যাচ্ছে। এসপির অধীনস্ত বহু অফিসার ছিলেন, তাদের সামনে এসপি যেভাবে বেইজ্জত হলেন, তাতে ওই এসপি একদিনও পূর্ব মেদিনীপুরে কাজ করার অধীকার অর্জন করতে পারেন না।'