Skeleton Recover: স্ট্র্যান্ড রোডে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার নরকঙ্কাল, শুরু তদন্ত
স্ট্র্যান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদে মিলল কঙ্কাল। এলাকায় পৌঁছায় উত্তর বন্দর থানার পুলিশ। প্রাথমিকভাবে নরকঙ্কাল বলে সন্দেহ হয় পুলিশের। নর্থপুর থানার পুলিশ আধিকারিক ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছেন ঘটনাস্থলে। নরকঙ্কালটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। পোস্টমর্টেমের পরই বোঝা যাবে এটি পুরুষ নাকি মহিলার কঙ্কাল। পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য় সংগ্রহ করতে শুরু করেছেন।
লকডাউনে কাজ হারিয়ে অবসাদে ভুগছিলেন যুবক। আজ ১০০ ডায়ালে ফোন করেই আত্মহত্যার হুমকি দেন যুবক। খবর পেয়েই যুবককে উদ্ধার করে পুলিশ। চলছে যুবকের কাউন্সিলিং।
পৃথক রাজ্যের দাবি তোলায় সৌমিত্র খাঁ (Soumitra Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল আলিপুরদুয়ার (Alipurduar) থানায়। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে অভিযোগ দায়ের করলেন যুব তৃণমূল সভাপতি। একইসঙ্গে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধেও। জন বার্লার বিরুদ্ধে এর আগে কোচবিহারেও (Cooch Behar) লিখিত অভিযোগ দায়ের হয়েছে।