Teacher Appointment: স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারিতে নিয়োগেও বেনিয়মের অভিযোগ। Bangla News
স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে CBI অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। তার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারিতে নিয়োগেও উঠল বেনিয়মের অভিযোগ। এবার বিতর্ক ২০১৬ সালে আপার প্রাইমারিতে, তফসিলি জাতি ও উপজাতিদের নিয়োগ ঘিরে। অভিযোগ, ওই বছর Scheduled Tribes অর্থাৎ তফসিলি উপজাতির চাকরিপ্রার্থীদের জন্য যে প্যানেল তৈরি হয়েছিল, তাতে নাম ঢোকানো হয়েছিল Scheduled Caste অর্থাৎ তফসিলি জাতির ৭৫ জন চাকরিপ্রার্থীর।
সম্প্রতি এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী দাবি করেন, SC-ST’দের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে, তা মানা হয়নি ২০১৬ সালের আপার প্রাইমারির নিয়োগের সময়। রাজ্য সরকারের তরফে বলা হয়, ওই অভিযোগের তদন্ত চলছে। সবপক্ষের বক্তব্য শুনে, ২১ ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসার পর এ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা বিরোধীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল। সবমিলিয়ে রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ নিয়ে বিতর্ক থামছেই না।
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)