(Source: ECI/ABP News/ABP Majha)
Uttarakhand: উত্তরাখণ্ডে ভূমিধস, পাতালগঙ্গার কাছে আতঙ্ক, ধসের ফলে আটকে বহু তীর্থযাত্রী
ABP Ananda LIVE: উত্তরাখণ্ডে ভূমিধস, পাতালগঙ্গার কাছে আতঙ্ক । বদ্রিনাথে জাতীয় সড়কের একাংশ বন্ধ । ধসের ফলে আটকে বহু তীর্থযাত্রী
৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাও উপনির্বাচনেও অশান্তি ! বাগদায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হল। অশান্তির হটস্পট হয়ে উঠল রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙা। বিজেপি প্রার্থীর এজেন্ট-সহ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মানিকতলা, বাগদা থেকে রায়গঞ্জ-একের পর এক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের তৃণমূলের তাড়া। কোথাও ভাঙল গাড়ির কাচ, কোথাও গাড়িতে লাথি। কার্যত একের পর এক অভিযোগে সরগরম রইল রাজ্যে উপনির্বাচন হওয়া চার কেন্দ্র। এর পাশাপাশি দেশের আরও ৬টি রাজ্যে ৯টি বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন হয়। অর্থাৎ, এদিন দেশজুড়ে মোট সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হল। এদিকে পশ্চিমবঙ্গে হিংসার ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকন রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। বিকাল ৫টা পর্যন্ত চার কেন্দ্রে উপনির্বাচনে ভোট পড়ল ৬২.৭১ শতাংশ।