Rahul Gandhi: 'সংবিধানে যে আক্রমণ করা হচ্ছে তা মেনে নেওয়া হবে না', প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ রাহুলের | ABP Ananda LIVE
'যে আক্রমণ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ওপর করছেন, তা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এটা আমরা হতে দেব না। সেই কারণে শপথ নেওয়ার সময় হাতে সংবিধান ধরে ছিলাম। আমাদের বার্তা এটাই যে ভারতের সংবিধানকে কোনও শক্তি ছুঁতে পারবে না', মোদিকে পাল্টা আক্রমণ রাহুল গাঁধীর।
শুরু হল অষ্টাদশ লোকসভা অধিবেশন। প্রধানমন্ত্রী সহ সাংসদদের শপথবাক্য পাঠ করাচ্ছে প্রোটেম স্পিকার। গরিষ্ঠতা হারিয়ে মোদির মুখে সহমত-রাজনীতি। 'সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে সহমতের প্রয়োজন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই', অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী।
অষ্টাদশ লোকসভার শুরুতেই মোদি সরকারকে চেপে ধরতে এককাট্টা বিরোধীরা। প্রোটেম স্পিকার ইস্যুতে সংসদ ভবনের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। সংবিধান হাতে বিক্ষোভ সনিয়া-রাহুল সহ বিরোধী সাংসদদের। বিক্ষোভে সামিল তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সব শরিক।