Modi Bangladesh visit: বাংলাদেশ সফরে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে যাবেন প্রধানমন্ত্রী, 'মতুয়া ক্ষোভ কমানোর চেষ্টা', কটাক্ষ তৃণমূলের
রাজ্যে ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাংলাদেশ (bangladesh) সফর। প্রথম দফা ভোটের দিন তিনি ওড়াকান্দিতে (Orakandi) হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে যাবেন। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) মন্তব্য, ‘সরে আসা মতুয়াদের (Matua) পাশে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে।’ বিজেপির (BJP) পাল্টা কটাক্ষ, ‘ধর্ম আর রাজনীতিকে জুড়েছে ওরাই।’ এই প্রসঙ্গে টিএমসি সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘মোদি তাঁর প্রধানমন্ত্রিত্বের সুযোগ নিচ্ছেন। মতুয়ারা যেহেতু বিজেপি থেকে সরে গিয়েছে, তাই হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে গিয়ে তাদের ফেরানোর চেষ্টায় আছেন। কিন্তু মতুয়াদের তিনি ফেরত পাবেন না’। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakah Majumdar) বলেন, ‘এই নিয়ে গেল গেল রব উঠছে কেন তৃণমূলে? সৌগতবাবুদের এত চিন্তা কেন? দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন পাশের দেশে, যে দেশটা আগে অবিভক্ত বাংলা ছিল। সৌগতবাবুরা উঠেপড়ে লেগেছেন মতুয়াদের পকেটস্থ করার জন্য’।