শিরোনাম: হাড়োয়ায় শাসক দ্বন্দ্বে গুলি, মৃত ২
শহিদ দিবসের দিনই হাড়োয়ায় তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে গুলি। দু'জনের মৃত্যু। ৭ থেকে ৮ জন আহত। ভার্চুয়াল সভা সেরে ফেরার পথে হামলা। সংঘর্ষের মাঝে পড়ে বৃদ্ধার মৃত্যু। দুষ্কৃতী হামলা, দাবি নেতৃত্বের।
হাড়োয়ার পর এবার বিরাটি। তৃণমূল কর্মীকে গুলি করে খুন। বণিক মোড়ে বাড়ি ফেরার সময় বাইক চেপে এলোপাথাড়ি গুলি। নেপথ্যে বিজেপি (BJP)। দাবি তৃণমূলের। কারণ নিয়ে তদন্তে পুলিশ।
দিল্লি সফরের আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মোদি বিরোধিতায় ফের ফ্রন্ট গড়ে তোলার আহ্বান মমতার (Mamata Banerjee)। বৈঠকের আয়োজন করতে পাওয়ারকে অনুরোধ।
কালীঘাট থেকে ভাষণ মমতার। দিল্লি, লক্ষৌ, গুজরাতে সরাসরি সম্প্রচার। রাজধানীতে তৃণমূলের সমর্থনে হাজির পাওয়ার, চিদম্বরম, দিগ্বিজয়। পাশে থাকার বার্তা দিয়ে এলেন সমাজবাদী পার্টি, আপ-সহ নয় দলের নেতৃত্ব।


















