Morning Headline: ধেয়ে আসছে ইয়াস, সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে বইতে পারে হাওয়া
ধেয়ে আসছে ইয়াস। বুধবার দুপুরে আছড়ে পড়বে পারাদ্বীপ, সাগরের মাঝে বালেশ্বরের পূর্ব মেদিনীপুরে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। দুই ২৪ পরগনায় ১০০ কিলোমিটার, কলকাতায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা।
ক্রমশ উত্তাল হয়ে উঠছে সমুদ্র। রাত থেকেই কলকাতা সহ উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া। দফায় দফায় বৃষ্টি। ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করে জলোচ্ছ্বাস আটকানোর চেষ্টা।
ওড়িশা দিয়ে ঢুকছে ইয়াস। স্থলভাগে ঢোকার সময় সমুদ্রে দুই থেকে চার মিটার জলোচ্ছ্বাসের আশঙ্কা। ওড়িশা, বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা। ২৭ মে উত্তরবঙ্গ সহ সিকিমেও বৃষ্টির সম্ভাবনা।
ইয়াস মোকাবিলায় বাংলা, ওড়িশা, অন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ওড়িশা, অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি করে সাহায্য। বাংলাকে কেন মাত্র ৪০০ কোটি? প্রশ্ন মমতার।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)