শিরোনাম: পুজোয় মেতেছে বাংলা, অষ্টমী থেকে দশমী কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস | Bangla News
মা এসে গিয়েছেন মণ্ডপে। কোথাও থিম, কোথাও সাবেকি প্রতিমা। রাজপথে মানুষের ঢল। পঞ্চমীতে প্যান্ডেল হপিং।
রূপায়ণে সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। সাবেকিয়ানায় উত্তরের সেরা বাগবাজার সর্বজনীন। উপকরণে সেরা হরিদেবপুর নিউ স্পোর্টিং। সাবেকিয়ানায় দক্ষিণের সেরা ম্যাডক্স স্কোয়ার।
শারদ আবহে সেরা রাজডাঙা নব উদয় সঙ্ঘ। পুজোর থিম ভাগের মা। সমাজচেতনায় সেরা শারদ আনন্দ সম্মান জিতে নিল বড়িশা ক্লাব। রূপকল্পে সেরা সন্তোষ মিত্র স্কোয়ার।
পুজোর মধ্যেই সুর কাটতে পারে বৃষ্টি। ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। অষ্টমী থেকে দশমী কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস।
লখিমপুরকাণ্ডে ১৪ দিনের জেল হেফাজতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে। খেরি জেলেই রাখা হয়েছে আশিস মিশ্রকে। আজ আদালতে পুলিশ হেফাজতের আর্জির শুনানি।
রেড রোডে শ্যুটআউট। কোচিং দিতে রাজি না হওয়ায় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামনে গুলি চালানোর অভিযোগ। মেলেনি গুলির খোল। অভিযুক্তদের খোঁজে পুলিশ।
এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটার গীতালদহ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি। মৃত ২ তৃণমূল কর্মী, আহত আরও ৫। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার শাসক দলের।
উৎসবের মরশুমে রাজধানীতে জঙ্গি হানার আশঙ্কা। পেট্রোল পাম্প বা তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার ছক। তল্লাশি শুরু দিল্লি পুলিশের। দিল্লিতে নাশকতার ছক?