Morning Headline: নিউটাউনে এনকাউন্টার, নিহত পঞ্জাবের ২ গ্যাংস্টার, আরও খবর
নিউটাউনে ভরদুপুরে এনকাউন্টার।
ফিল্মকেও হার মানাল নিউটাউনের শ্যুটআউট। রাজ্য পুলিশের এসটিএফ-এর (STF) সঙ্গে নিউটাউনের আবাসেন লুকিয়ে থাকা পঞ্জাবের দুই গ্যাংস্টারের গুলির লড়াই। ২ জনের মৃত্য়ু। এসটিএফ-এর এক অফিসার গুরুতর আহত।
আবাসনে লুকিয়ে খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত পঞ্জাবের ২ কুখ্যাত দুষ্কৃতী। এসটিএফকে দেখেই পাঁচতলা থেকে গুলি। পাল্টা জবাব পুলিশের। উদ্ধার পাঁচটি অত্যাধুনিক পিস্তল, ৮৯ রাউন্ড গুলি, ৭ লক্ষ টাকা।
লুধিয়ানায় ধৃত ব্যবসায়ীর মাধ্যমে পঞ্জাব থেকে কলকাতায় দুই কুখ্যাত গ্যাংস্টার। মেলে বাংলার নম্বর দেওয়া গাড়িও। এজেন্সির হাত ধরে নিউটাউনে ফ্ল্যাট ভাড়া। নিহতদের সঙ্গে মিলল আন্তর্জাতিক মাদক চক্রের যোগ।
গুলিতে নিহত দুই গ্যাংস্টারের মৃত্যুর পরেও ফ্ল্যাটে রাত পর্যন্ত দেহ রেখে তল্লাশি এসটিএফ-এর। তদন্তে সিআইডি (CID)। দশ হাজার ফ্ল্যাট। তাও কেন আবাসনে নামমাত্র সিসি ক্যামেরা? নিরাপত্তা নিয়েই প্রশ্ন।