NASA Axiom Mission: মহাকাশে ইতিহাস। ২৮ ঘণ্টার দীর্ঘ সফরের পর সফল ডকিং শুভাংশুদের
ABP Ananda LIVE : মহাকাশে ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা। ২৮ ঘণ্টার দীর্ঘ সফরের পর সফল ডকিং। ISS-এর অভ্যন্তরে শুভাংশুরা। শুভাংশুদের নিয়ে স্পেস স্টেশনে মহাকাশযান। থাকবেন ১৪ দিন। মহাকাশে খাদ্য ও পুষ্টি নিয়ে গবেষণা করবেন পাইলট শুভাংশু। উচ্ছ্বসিত মা-বাবা।
Mamata On Rathayatra: আজ রথযাত্রার ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর।
রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকতশহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব, জগন্নাথ মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আজ রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


















