এক্সপ্লোর
দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি এস মুরলীধরের বদলি: বিজেপিকে তোপ সেলিমের, পাল্টা বাবুল
দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি এস মুরলীধরের বদলি: বিজেপিকে তোপ সেলিমের, পাল্টা বাবুল।
পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলি হলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর। দিল্লির অশান্তি নিয়ে রায়ের পরই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের ১২ তারিখের সুপারিশে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বদলির আগে শেষ কর্মদিনে বুধবার, দিল্লির অশান্তি নিয়ে উল্লেখযোগ্য রায় দেয় দিল্লি হাইকোর্ট। এদিন দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, বিজেপি সাংসদ প্রবেশ বর্মা ও বিজেপি বিধায়ক অভয় বর্মার বিরুদ্ধে FIR করার নির্দেশ দেয় বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি তলওয়ান্ত সিংহর বেঞ্চ।
আরও দেখুন

















