এক্সপ্লোর
কী হয়েছিল সুশান্তর জীবনের শেষ কয়েক ঘণ্টায়? এবিপি আনন্দকে জানালেন পরিচারক
শেষ কয়েক ঘণ্টায় কী হয়েছিল? সেই সময় কেমন ছিল সুশান্তের আচরণ? এবিপি আনন্দকে জানালেন সুশান্তের পরিচারক ও রাঁধুনি নীরজ সিংহ। তিনি বলেন, "আমার কাছে ঠাণ্ডা জল চেয়েছিলেন, সব ঠিক আছে কি না জানতে চেয়েছিলেন। সেই আমার ওর সঙ্গে শেষ কথা। সকালে প্রাতঃরাশ করেছিলেন, তারপর বেলার দিকে দরজা বন্ধ দেখে আমরা প্রথমে ভেবেছিলাম বিশ্রাম নিচ্ছেন।"
আরও দেখুন

















