এক্সপ্লোর
জম্মু কাশ্মীর: রাজৌরিতে পাক আক্রমণে মৃত ভারতীয় জওয়ান, পাল্টা গোলাবর্ষণ ভারতের
জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে পাক গোলায় মৃত্যু ভারতীয় সেনার। সীমান্ত লাগোয়া পাক ঘাঁটিতে পাল্টা গোলাবর্ষণ ভারতের। ওই ঘাঁটি থেকেই আক্রমণ চালাচ্ছিল পাক সেনা। ভারতীয় গোলায় পাক সেনার বাঙ্কার ধ্বংস। অন্যদিকে জম্মু-কাশ্মীরে অনন্তনাগে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। হতাহতের কোনও খবর নেই।
আরও দেখুন

















