অসমে জ্বলছে নদী। ডিব্রুগড়ে তেলের পাইপলাইনে বিস্ফোরণের জেরে আগুন। ডিগলিবিলের বুড়ি ডিহিং নদীর জলে তেল মিশে আগুন ছড়িয়ে পড়ে। তেল চুরির সময় বিস্ফোরণ ঘটে বলে অনুমান পুলিশের।