এক্সপ্লোর
National Medical Commission : ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোয় ধন্বন্তরির ছবি ঘিরে বিতর্ক
ABP Ananda LIVE: ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) লোগোয় ধন্বন্তরির ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হিন্দু দেবতার ছবি কেন ব্যবহার করা হয়েছে চিকিৎসা নিয়ামক সংস্থার লোগোতে? গৈরিকীকরণের অভিযোগ তুলে লোগো (Logo) বদলের দাবিতে সরব হয়েছে চিকিৎসকদের (Doctors) একাংশ। যদিও, চিকিৎসকদের আরেক পক্ষের মত, লোগো নিয়ে অহেতুক রাজনীতি (Politics) করা হচ্ছে।
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন

















